এই স্কুলের ভেতরে একটি ডোবা ছিলো। বতর্মানে এখানে একটি প্রাইমারী স্কুল। এখানে বাঙ্গালী পথচারীদের ধরে এনে হত্যা করে লাশ ঐ ডোবায় ফেলে রাখতো। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে এদের সংখ্যা প্রায় শতাধিক। এখানেমেরে ফেলে রাখা হয়েছিলো দারোগা আবুল কাশেমের লাশ।
***
There was a pool inside the school. During the time of liberation war, many Bengali people were killed in this place. Approximately more than hundred people were killed here.