পাকিস্তান বাহিনীর সহযোগী বিহারীরা সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর বাজারে আক্রমণ করে এক জনকে গুলি করে হত্যা করে। পরে বিহারীবা হাটকৃষ্ণপুর গ্রামের সাহা পাড়ায় প্রবেশ করে ৭ জনের অধিক গ্রামবাসীকে হত্যা করে। এই গণহত্যায় শহিদ হয়েছিলেন হরিপদ সাহা, গোপদি সাহা, ননীগোপাল সাহা, মনিলাল শীল, সুর্বন মিত্র ও মিহির মিত্র। বিহারীরা চলে গেলে স্থানীয় গ্রামবাসী শহিদদের হাটকৃষ্ণপুর মহা শ্মাসানে মাটি চাঁপা দিয়ে রাখেন।
The Biharis, with the collaborators of the Pakistani forces attacked Hatkrishnapur Bazar in Sadarpur Upazila and killed one person. Later, they entered Saha Para of Hatkrishnapur village and killed more than 7 villagers there. Haripada Saha, Gopdi Saha, Nanigopal Saha, Manilal Shil, Surbana Mitra, and Mihir Mitra were martyred in this genocide. When the Biharis left, the local villagers buried the martyrs in the Hatkrishnapur Mohashoshan.