হাজরাহাটি গণহত্যা:
চিত্রা নদীর পারে চিরনিদ্রায় শায়িত আছেন ফরিদপুর উপজেলার ৭ অধিবাসী। ডিসেম্বর মাসের ৮ তারিখে ভারত থেকে আসার পথে ঝুনারী গ্রামে পাকিস্তানি সেনা বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনী তাদের ধরে লাইনে দাঁড় করায়। এরপর তাদেরকে গুলি করে অত্যন্ত নৃশংস ভাবে হত্যা করে। তারপর গ্রামবাসীদের ডেকে এনে কবর খুঁড়িয়ে তার মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে বাধ্য করে। এখানে যারা নিহত হয়েছেন তারা হলেন: যদুনাথ দত্ত, পঞ্চানন পাল, হরিপদ পাল, নিত্যানন্দ দত্ত ও মনরঞ্জন ভদ্র গ্রাম: জয়পাশা, থানা: ফরিদপুর, জেলা: ফরিদপুর; নাড়ু গোপাল রায়, গ্রাম: মধুখালী, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর; শুসেন কর, গ্রাম: ফুলবাড়ীয়া; এবং অজ্ঞাত।
*****
Hazarahati Genocide
6 villagers of Faridpur Upazila are lying in the grave on the bank of Chitra River. On 8 December, on their way from India, the Pakistani army, Razakar and Al-Badr forces forced them lined up at Jhunari village and killed in a very brutal way. Then the Pakistani army forced the villagers to dig grave and throw the bodies into it.