হাজরাহাটি গণকবর
চিত্রা নদীর পারে গণকবর দেয়া হয়েছে ফরিদপুর উপজেলার ৭ অধিবাসী যারা হাজরাহাটি গণহত্যায় শহীদ হন। স্বাধীন হওয়ার পর নিহত ব্যক্তিদের ছেলেরা আসে, তাদের পিতার কবর চিহ্নিত করে। কবরটিকে পাকা করে নামফলক লাগিয়ে দেয়।
Hazarahti Mass Grave, Magura
There is a mass grave of 7 martyrs beside river Chirta in Faridpur. After the independence, their sons identified their father's grave. They preserved and placed nameplate on the grave.