সাহা পাড়া গণহত্যা
১৯৭১ সালের ৩০ বা ৩১ আগস্ট (একাদশীর দিন) সকালে ঈশ্বর দেবেন্দ্র নাথ সাহা বাড়িতে বসে মালা জপ করছিলেন, এমন সময় শিবরামপুরের রাজাকাররা এসে বাড়িটি দখল নেয়ার জন্য ঈশ্বর দেবেন্দ্রনাথ সাহাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু ঈশ্বর দেবেন্দ্রনাথ বাড়ি ছেড়ে যেতে চাননি। এ নিয়ে তর্ক বেঁধে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে ঈশ্বর দেবেন্দ্রনাথকে রাজাকাররা গুলি করে। রাজাকাররা ঈশ্বর দেবেন্দ্রনাথকে নিয়ে নবগঙ্গা নদীর একটি খাল মুচিখালীর খালে নিয়ে ফেলে দেয়। সুশীলা বালা পিছন পিছন গেলে তাকেও মেরে ফেলে খালে ভাসিয়ে দেয়।
Saha Para Genocide
On the morning of 30th/ 31th August in 1971, while Ishwar Devendra Nath Saha was offering his morning prayer, the Razakars of Shivrampur came and asked him to leave his house. But, he disagreed to leave, and during the dispute the Razakars shot him. They threw his body into a canal of Nabaganga River. His wife, Sushila Bala was also killed and thrown on the canal.