সাহাপাড়া বধ্যভূমি
ঈশ্বর দেবেন্দ্র নাথ সাহা ও তাঁর স্ত্রী সুশীলা বালা সাহাকে রাজাকাররা হত্যা করে নবগঙ্গা নদীর একটি খাল মুচিখালীর খালে নিয়ে ফেলে দেয়। তাঁদের মা সুশীলা বালা পেছন পেছন গেলে তাকেও মেরে ফেলে খালে ভাসিয়ে দেয়। এ ছাড়াও ঐ স্থানে বেশ কয়েকজন গ্রাম বাসীকে ধরে নিয়ে যেয়ে রাজাকাররা হত্যা করে।
Sahapra Mass Kiliing Site, Magura
Eshwar Devendra Nath Saha, his wife Sushila Bala Saha and his mother were killed by the Razakars and were dumped in a canal of Nabaganga river of Muchichali. Besides, several villagers were taken by the Razakars were killed.