১৯৭১ সালের ১৫ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা তেরখাদা উপজেলা সদরে বাজারের পাশে সাহা পাড়া গ্রামে হামলে পড়ে। গুলি করতে করতে তারা গ্রামের মধ্যে প্রবেশ করে। প্রাণভয়ে এলাকার মানুষ ঘরবাড়ি ফেলে যে যেদিক পারে দৌঁড়ে পালায়। তখন রাজাকার, পাকিস্তানি বাহিনী ও তাদের সাথে থাকা স্বাধীনতাবিরোধীরা প্রথমে বাড়িগুলো লুটপাট করে এবং তারপর প্রায় শতাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঐদিন সাহাপাড়ায় পাকিস্তানি হানাদার বাহিনী কমপক্ষে ৫০ জনকে হত্যা করে। এদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- বিনোদবিহারী সাহা, চারুচন্দ্র সাহা, ঝন্টিরাম সাহা, পঞ্চানন সাহা, ঠাকুরদাস সাহা, ঠাকুরদাসী সাহা, মতিলাল রাজবংশী, শফিউদ্দিন শেখ ও মোঃ বাদশা মোল্লা।
***
On 15th May 1971, Pakistani military force and Razakars attacked Sahapara village. They looted the house and set fire to the houses. At least 50 people of this village were killed at that time. Most of the names remain unknown. The known names are – Binod Bihari Saha, Charu Chandra Saha, Jhantiram Saha, Panchanan Saha, Thakurdas Saha, Thakurdasi Saha, Motilal Rajbangshi, Shafiuddin Sheikh and Md. Badshah Molla.