সীমাখালী বাজার গণহত্যা:
রজব আলী নামে একজন পাটনি ছিলেন যিনি চিত্রা নদীতে ঘাট পারাপার করতেন। মুক্তিযোদ্ধাদেরকে পারাপার করার অপরাধে ১৫ আগস্ট তাকে রাজাকাররা জবাই করে হত্যা করে নদীতে ফেলে দেয়।
আশ্বিন মাসে নদীর পাড়ে বসে কাজ করা অবস্থায় রিজিয়া এবং হারেছ বিশ্বাসের মেয়ে সায়রাকে ধরে আনে, সীমাখালী বাজারের পশ্চিম পাশে নিম তলায় শ্মশান ঘাটে নিয়ে যেয়ে গুলি করে হত্যা করে চিত্রা নদীতে ভাসিয়ে দেয়।
শ্রাবণ মাসের দিকে দুলাল বিশ্বাস এবং মকসেদ নামে দুজনকে প্রেমচারা গ্রামে নিয়ে যেয়ে গুলি করে। কিন্তু তারা তখনও মারা যায় নি। তাদের দুজনকে একসাথে বেঁধে নদীতে ভাসিয়ে দেয়। ভেসে যাওয়ার সময় ইনসার মোল্লা নামে একজন রাজাকার তাকে দেখতে পায়, তখন কমান্ডারের অনুমতি নিয়ে গাছি দা দিয়ে ১ কোপে তাদের ভুড়ি বের করে দেয়। সেই অবস্থায় তারা মারা যায়।
*********************
Shimakhali Bazar Genocide
The Razakar had slaughted a waterman named Rajab Ali for helping the freedom fighters and thrown his body in the river on 15 August.
They took two girls named Rizia and Sayra, and shot them at the west side of the Simakhali then thrown their bodies in the river.
At the end of the August, Dulal Biswas and Moksed were taken to Premchara village and shot. But they were still alive. They were tied together and thrown away into the river. A razakar named Insar Molla saw them floating alive and killed them with chopper.