সাফদারপুর রেলওয়ে স্টেশন গণহত্যা, ঝিনাইদহ
সাফদারপুর রেলস্টেশন এলাকার আশেপাশে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী ও স্থানীয় বিহারীদের হাতে বেশ কয়েকজন বাঙালি নিহত হন। সাফদারপুরের আহম্মদ মণ্ডল, আবদার মণ্ডল এবং মাহতাব, শ্রীরামপুরের মিশু মিয়া, নিরাঞ্জন কর্মকার এবং লক্ষীকুণ্ডের নাম না জানা দুইজন শহিদ হন। বিভিন্ন সময়ে এই এলাকাগুলোকে আরো অনেকেই পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন।