১৯৭১ সালের ০১ মে তারিখে খুলনা শহর থেকে পাকিস্তানি সৈন্যরা স্থানীয় পিস কমিটির সদস্যদের সহযোগিতায় জেলখানা ঘাট পার হয়ে সেনেরবাজারে আসে। সেনেরবাজার খুলনা শহরের জেলখানা ঘাটের ঠিক অপর পাড়ে অবস্থিত। অনেক আগে থেকেই এই এলাকায় ধনাঢ্য ও উচ্চশিক্ষিত হিন্দু সম্প্রদায়ের বাস। তাঁদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি লুট করাই স্থানীয় রাজাকার ও পিস কমিটির লোকদের অন্যতম লক্ষ্য ছিল। পাকিস্তানি সেনাদের নিয়ে তারা প্রথমে শ্যামাপদ সিংহের বাড়ি গিয়ে ব্যাপক লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। তারপর আক্রমণ করে বি এল কলেজের প্রখ্যাত অধ্যাপক অমূল্যধন সিংহের বাড়ি।
আক্রমণকারীরা তাঁর বাড়ির আসবাবপত্র, মূল্যবান দ্রব্যাদিসহ বইপত্র লুট করে নিয়ে যায়। এরপর যজ্ঞেশ্বর দে এর বাড়িতে যায় মিলিটারিরা। একমাত্র ছেলেকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে তাঁরা স্বামী- স্ত্রী বাড়িতে ছিলেন। স্বাধীনতাবিরোধীরা তাঁর বাড়িতে থাকা টাকা পয়সা, সোনাদানা লুট করে এবং মিলিটারিরা যজ্ঞেশ্বর বাবুকে গুলি করে হত্যা করে। এছাড়া এসময় আরো অনেক বাড়িতে পাকিস্তানি সেনা এবং পিস কমিটির লোকেরা লুটপাট অগ্নিসংযোগ করে ও হত্যাযজ্ঞ চালায়। খুলনা শহরের আশেপাশের অনেক হিন্দু পরিবার এই গ্রামে এসে আশ্রয় নেয়। এই হত্যাকাণ্ডে প্রায় ২০ জনকে হত্যা করা হয়। বাইরের লোক বিধায় তাদের নাম পরিচয় জানা যায় নি।
***
On 1st May in 1971, The Pakistani Army, with the help of the members of Peace Committee came to Sen Bazar from Khulna. Sen Bazar is situated across the Jailkhana Ghat. The Razakars and members of peace committee targeted to loot the local highborn Hindu inhabitants, who were rich and highly educatedfor a long time. The Pakistani Army and their collaborators set fire and looted the houses of that area. They had looted furniture, valuable belongings, important books and papers. They had also killed Jogesshor Babu. Many of the people from the Hindu Community came to this village in search of shelter. Almost 20 people died on thisgenocide. As most of them were from outside of the village, so their names remains unidentified.