ফুলতলা বাজারে নির্মম হত্যাকান্ডের পর এখানে রাজাকারদের শক্ত ঘাঁটি গড়ে ওঠে। এই এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করে। বিনা কারণে নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করে সেনের ঘাটে নিয়ে হত্যা করতো। ফুলতলার ধনাঢ্য ব্যবসায়ী সেনদের ঘাট ছিল বাজারের পাশে ভৈরব নদীর তীরে। এখানে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হতো। বিভিন্ন সময়ে কমপক্ষে ৫০০ মানুষকে এখানে হত্যা করা হয়েছে। দামোদর মুক্তেশ্বরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল স্যারকে এখানে হত্যা করা হয়।
এই জায়গাটি এখনো চিহ্নিত করে কোন স্মৃতিফলক স্থাপন করা হয়নি।
***
Fultola area was a stronghold of the Razakars. They established the rule of terror in this area by killing and torturing people. They used to kill people after taking them in Senerghat. At least 500 people have been killed here at different times of 1971.