বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে সুজানগর বাজারের কালীমন্দিরে ঘটে এক নরমেধযজ্ঞ। এদিন ছিলো শুক্রবার ১০ ডিসেম্বর। পাকিস্তানি সেনারা সুজানগর বাজারের প্রখ্যাত ব্যবসায়ী মানিকদি গ্রামের অজিত ও একই গ্রামের আব্দুল হামিদ এবং সুজানগর থানা সংলগ্ন কালীমন্দিরে অবস্থানকারী তৎকালীন কৃষি কর্মকর্তা গোপাল চন্দ্র ভাদুরীকে ধরে এনে কালীমন্দিরের সামনে হত্যা করে মন্দিরের পাশের একটি কুয়ার মধ্যে নিক্ষেপ করে চলে যায়।