১৯৭১ সালের ১৪ মে পাকিস্তানি সেনারা সাচিয়াদহ গ্রামের শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং নির্বিচারে সাধারণ নিরীহ নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে। সাচিয়াদহ ও এর আশেপাশের গ্রাম এবং সাচিয়াদহ বাজারে ব্যাপক হত্যাকা- চালায় পাকিস্তানি সেনাবাহিনী। প্রায় ৬০ জনেরও বেশি মানুষকে এখানে হত্যা করা হয়। অধিকংশ মৃতদেহ আঠারবাঁকী নদীর ধারে এবং সাচিয়াদহ বাজারের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। হত্যার শিকার সবার নাম পরিচয় জানা যায় নি, তবে যাদের নাম জানা গেছে তারা হলেন- সাচিয়াদহ গ্রামের আঃ মান্নান সর্দার, রবিদাশ মণ্ডল, সুন্দরী দেবী, হরেন্দ্রনাথ সমাদ্দার, বাঞ্চারাম বিশ্বাস, মুকুন্দ বিশ্বাস, রত্না দাসী, তিতুরাম বিশ্বাস ও ঘানের বিটি; ছাগলাদহ ইউনিয়নের আয়ুব আলী, নড়াইলের কালিয়া উপজেলার এস এম মাছুদ মোল্লা, যোগেশ চন্দ্র বিশ্বাস, আব্দুল খালেক, শংকর মণ্ডল, ছাকায়েত দর্জি, খোকন চন্দ্র মণ্ডল, নিশিকান্ত বাকচী; লোহাগড়া উপজেলার নগেন সাহা, বাগেরহাট জেলার মোল্লাহাটের খগেন মাঝি।
২৬ অক্টোবর, ২০১৮ খ্রি. (শুক্রবার) বিকাল ৪.০০ মিনিটে খুলনার তেরখাদা উপজেলার আঠারবাকি নদীর তীরবর্তী সাচিয়াদহ বাজারের পাঁশে সাচিয়াদহ গণহত্যার স্মরণে গণহত্যা জাদুঘর কর্তৃক নির্মিতশহিদ স্মৃতিফলক উন্মোচন করেনসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট এর সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
****
On 14th May, 1971 Pakistani Military force burnt down hundreds of houses of the Sochiadaho village and killed innocent people indiscriminately. They had killed more than 60 people on that time. Among them, only a few of them has been identified, such as Rabidash Mondol, Sundori Debi, Harendranath Samaddar, Mukunda Biswas, Ratna Dashi, S M Masud Molla and so on.
A memorial has been built by 1971: Genocide-Torture Archive and Museum Trust’ in 2018.