১০ এপ্রিল পাকিস্তানি আর্মি পাবনা শহরে প্রবেশের প্রাককালে বর্তমান পাবনা শহরের অনন্ত মোড়ের সুইপার কলোনির সামনে মো. গোলাম মোস্তফা আদ্দি নামের কৃষ্ণপুরের এক রিকশা চালক তাদের সামনে পড়ে যায়। সে রাস্তার পাশে রিকশায় বসে ছিলো। আর্মিরা তাকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে। সেই লাশ ঐ রিকসার উপরেই পড়ে থাকে। কয়েকদিন ধরে পচে-গলে, শেয়াল-কুকুরের আহার হয় তার মরদেহ।
***
While entering Pabna on April 10, The Pakistani army shot and killed Golam Mostafa Addi, a rickshaw puller in front of the Sweeper Colony. The corpse remains on the rickshaw and decomposed there.