শাহপুর একটি প্রসিদ্ধ গ্রাম। এখানে রয়েছে একটি বিরাট বাজার। এ বাজারের পূর্ব পাশে বর্তমান বিদ্যুৎ অফিসের পাশে ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজাকাররা আকস্মিক হামলা চালিয়ে ১৭ জনকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালায়।তাদেরকে বেওনেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এবং পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশগুলো পাশ্ববর্তী খালে ফেলে দেয়। স্রোতে লাশগুলোর আর সন্ধান মেলেনি।
জায়গাটি এখনও অনালোচিত ও অচিহ্নিত।
***
There is a bazaar (market) in the Shahpur village. In the end of November or in the first week of December, Razakars killed 17 people here. The peoples were brutally tortured, and then killed by brushfire. The bodies were thrown out in a khal (canal) and were not found later.