শহিদনগর জববাগান গণকবর, পাবনা
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এর অবস্থান। এই স্থানে ১৯৭১ সালের ১৯ এপ্রিল সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ১৯ ইপিআরসহ দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামাবাসী শহীদ হন। ডাব বাগানের যুদ্ধের স্মৃতি ধরে রাখতে এই গ্রামকে শহীদনগর নামকরণ করা হয়েছে। এখানেই অনেক শহিদদের কবর দেওয়া হয়েছে।
It is located in Santhia Upazila of Pabna district. The battle took place on 19 April 1971 at this place. More than two hundred freedom fighters and innocent villagers including 19 EPR members were martyred in the battle. The village has been named Shahidnagar (village of the martyrs) to commemorate the battle of Dab Bagan. Many martyrs have been buried here.