শার্শা সমাজসেবা অফিসে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে। আগস্ট মাসের প্রথমে পাকিস্তানি হানাদাররা এ ক্যাম্প তৈরি করে। রাজাকারদের সহযোগিতায় তারা এখানে বাঙালিদের চরম অত্যাচার করতো। থানার ভিতরে নিয়ে অত্যাচার করে তারপর তাদের হত্যা করে লাশ ফেলা হতো থানার সামনে সমাজসেবা অফিসের পেছনে বিশাল একটি পাতকুয়োর মধ্যে। বর্তমানে এর কোন অস্তিত্ব নেই। এই জায়গাটি চিহ্নিত করে সংরক্ষণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
***
The Pakistani army set up a camp in the Sharsha Social Service Office. They set up the camp in early August. With the help of the Razakars, they started torturing the local peoples here. They tortured, and then exterminated the peoples. The corpses were thrown in a well.