দৌলতপুর –শাহপুর সড়কের পাশে শলুয়া বাজার। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর উপর যুদ্ধকালীন সময় অনেকগুলো স্লুইস গেট ছিলো। পাকিস্তানি বাহিনী খুলনা হতে আগত মুক্তিবাহিনির প্রবেশ ঠেকাতে স্লুইস গেট গুলো সব ধ্বংস করে দেয়। পাকিস্তানি বাহিনী বিভিন্ন এলাকা থেকে নির্বিচারে বিভিন্ন মানুষ হত্যা করে এ নদীতে ভাসিয়ে দিত।
এলাকাবাসি অসংখ্য নিরীহ মানুষের লাশ ভেসে থাকতে দেখেছেন যুদ্ধকালীন সময়ে। এ সকল হত্যাকান্ডের নায়ক ছিলো ফুলতলার কুখ্যাত সরো মোল্লা। মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে চলে এ বর্বরতা। নদীর স্রোতে লাশগুলো ভেসে যেত এবং বহিরাগত হওয়ায় পরিচয় জানা সম্ভব হুয়নি। এখানে ডিসেম্বরে ১১ জন শিখ সেনা নিহত হয়। দেশ স্বাধীন হয়ার পরে এখানে শহীদদের স্মরণে কিছু একটা লেখা ছিলো, কিন্তু বর্তমানে তার কোন অস্তিত্ব নাই।
***
Sholua Bazar is situated near Daulutpur-Shahpur road. There were many sluice gates in the river passing by the village. Pakistani military force destroyed all the sluice gates during war-time. They exterminated the innumerable innocents lives during that time. They used to throw out the dead bodies in the river. The brutality took place throughout the liberation war. Infamous Soro Molla of Fultala was a villain of this heinous crime.