ভদ্রা নদীর তীরে শোলগাতিয়া খেয়াঘাট [শ্মশানের পাশে]। এর পাশে মিকশিমিল গ্রামের মতলেব গাজীর পুত্র আকতার হোসেনের বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপিত হলে এলাকায় শুরু হয় অত্যাচার নির্যাতন।তারা প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে এই খেয়াঘাটে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিতো।বিভিন্ন এলাকার বহু লোক এখানে হত্যার শিকার হয়। অধিকাংশ বহিরাগত থাকায় নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। কয়েক জনের পরিচয় জানা যায় তারা হলেন আব্দুর রাজ্জাক মোড়ল, আব্দুল গনি বিশ্বাস, সুশীল কুমার ও আমজাদ আকুঞ্জি।
***
Sholgatia Kheyaghat is located on the banks of Bhadra river. Next to this Kheyaghat, Razakars set up their camp in the house of Mr. Akter Hussain of village Mikshimil. After setting up their camp, they started to bring people from different areas and torture them to death. They used to throw out the dead bodies in the river. Many people from different areas were killed in this camp.