শ্রীপুর পাইলট স্কুল গণহত্যা:
নবগঙ্গা নদীর পাড়ে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় অবস্থিত। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত অন্তত ২০ থেকে ৩০ দিন এই বিদ্যালয়ে নদীর পাড়ে বটগাছের নিচে ঋষি পাড়া থেকে পাকিস্তানি সেনা ও রাজাকাররা অনেককে ধরে এনে গুলি করে হত্যা করে। কিন্তু এদের নাম জানা যায় না। স্মৃতি রক্ষার জন্য কোন স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি।
Sreepur Pilot School Genocide:
Sreepur Pilot High School is situated on the banks of the river Nabaganga. From August to October, the Pakistani army and Razakars abducted several people from Rishi Para and shot them at the bank of the river within 20-30 days. But their names are not known. Yet no monuments have been erected to preserve the memory.