শ্রীপুর পাইলট স্কুল বধ্যভূমি
নবগঙ্গা নদীর পাড়ে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় অবস্থিত। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত অন্তত ২০ থেকে ৩০ দিন এই বিদ্যালয়ে নদীর পাড়ে বটগাছের নিচে ঋষি পাড়া থেকে পাকিস্তানি সেনা ও রাজাকাররা অনেককে ধরে এনে গুলি করে হত্যা করে। কিন্তু এদের নাম জানা যায় না। স্মৃতি রক্ষার জন্য কোন স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি।
Sreepur High School Torture Center, Magura
Sreepur Pilot High School situated on the banks of the river Nabaganga. The Pakistani army and razakars set up torture centers here. They took many people from Rishi Para and tortured them and shot them. But their names are not known.