১৯৭১ সালে ২রা মে খান সেনারা নয়নপুর গ্রাম থেকে গণহত্যা চালিয়ে পাশের গ্রাম শিবান্দপুর আসে। দিনটি ছিল রবিবার। সকাল ১০ টা কি ১১ টা দিকে রাজাকার ও খান সেনারা শিবান্দপুর গ্রামে নিরীহ গ্রামবাসীর উপর নির্যাতন ও গণহত্যা চালায়। ঐ দিন শিবান্দপুর গ্রামে গণহত্যার শিকার হন ৪ থেকে ৫ জন নিরীহ মানুষ। তাদের মধ্যে শহিদ হন রঙ্গলাল শিকদার, জিতেন্দ্রনাথ শিকদার, প্রতাপ চন্দ্র শিকদার । তাছাড়া ঐ দিন শিবান্দপুর গ্রামের বিলের পাশে হিজল গাছের পাশে লুকিয়ে থাকা টোনা গ্রামের মৃত রকন সরদারের পুত্র হিমায়েত সরদারকে হত্যা করে ।
***
On 2nd May, the Pakistani Army came to Shivandpur village. It was Sunday; around 10/11am the Razakars and the Pakistani Army attacked and killed innocent villagers of Shivandpur village. On that day, 5 /6 innocent people were killed. Among them, Ranglal Shikder, Jitendranath Shikdar, Pratap Chandra Shikdar became martyr on that day.