শত্রুজাতপুর উচ্চ বিদ্যালয় গণহত্যা:
শত্রুজাতপুর উচ্চ বিদ্যালয়ে রাজাকাররা নির্যাতন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল। এই নির্যাতন কেন্দ্রে অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে অন্তত ১০ দিন নির্যাতন করে হত্যা করা হয়। কয়েকটি উদাহরণ দেয়া হলো: এক রাত্রে ১১ জনকে এক সাথে হত্যা করে নদীতে ফেলে দেয়। অপর একদিন শচীন নামে একজন জেলে সহ ৮ জনকে ধরে আনে। তাদেরকে সারি বেধে দাঁড় করিয়ে গুলি করে। শচীনের বুকের বাঁ পাশে গুলি লাগে, গুলি করার পর কাত হয়ে পড়ে যান এবং আহত অবস্থায় সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করতে থাকেন। রাজাকাররা তাঁকে দেখে ফেলে আবারও ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে। তিনি ডুব দেন কিছুক্ষণ পর ভেসে ওঠেন, আবার ডুব দেন। এভাবে কচুরিপানার নিচে যেয়ে বেঁচে যান। তার সাথের অপর ৭জন মৃত্যুবরণ করেন।
Shatrujatpur High School Torture Center, Magura
The Razakars set up torture centers at Shatrujatpur High School. Many innocent people were taken to this torture center then tortured and killed for at least 10 days. One night they killed 11 people at once and dumped them in the river. The other day, they captured 8 people and a fisherman names Shachin. Shachin survived fortunately but the other 7 died.