১২ এপ্রিল থেকে ঈশ্বরদীতে ব্যপক হত্যাযজ্ঞ শুরু হয়। পাকিস্তানি সৈন্যবাহিনীর ছত্রছায়ায় থেকে বিহারীরা ১২-১৩ এপ্রিল ঈশ্বরদী রেলওয়ের লোকশেড এলাকায় অসংখ্য বাঙালিকে অত্যান্ত নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। ৭৭ প্রাথমিক হত্যাযজ্ঞে এখানে আজিজুল গনি, আ বারী সহ প্রায় ৩০-৩৫ জন শহিত হন।