যশোর-বেনাপোল রোডের লাউজানিতে পাকিস্তানি হানাদার বাহিনী একটি শক্তিশালী ক্যাম্প স্থাপন করে। ক্যাম্পের পাশে তারা চেকপোস্ট বসায়। ঐ রোডে যাতায়াত করা সমস্ত লোককে তারা তল্লাশী করতো। তল্লাশীর সময় কারো প্রতি সন্দেহ হলে তাদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে অকথ্য নির্যাতন চালানো হতো। এই চেকপোস্টে প্রতিদিন অনেক মানুষকে বিশেষ করে পুরুষদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করতো পাকিস্তানি সেনারা।
***
The Pakistani army set up a potent camp at Laujani on Jessore-Benapole Road. They had set check post next to the camp. They searched all the people passing on that road. If anyone was suspected, they were taken and tortured in the camp. Every day many people, especially men, were brutally tortured by Pakistani soldiers at this check post.