রায়েন্দা বধ্যভূমি
রাজেশ্বর লাকুড়তলা গ্রামে ঢুকে হানাদার বাহিনী নিরীহ বেশ কয়েকজন লোকজনকে হত্যা করে এদের লাশগুলি নদীতে ভাসিয়ে দেয়। এই জায়গা দুটি দুই গ্রামের বধ্যভূমি হিসেবে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি বহন করে আছে।
The Pakistani army entered Rajeshwar Lakurtala village and killed several innocent people and dumped their bodies in the river. These places (mass killing site) carry the memory of the supreme sacrifice in the Liberation War.