নওয়াপাড়া বাজারের নূরবাগ মোড় থেকে মনিরামপুর উপজেলার দিকে যে রাস্তাচলে গেছে, ঐ রাস্তায় কিছুদূর এগিয়ে গেলে রহমান মোল্লারবাড়ি। রহমান মোল্লা নিজে রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার কমান্ডারও শান্তিকমিটির নেতা নির্যাতন কেন্দ্র হিসেবে নিজের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গা ব্যবহার করতো। তেমনি রহমান মোল্লারবাড়ি ছিল রাজাকারদের অন্যতম একটি নির্যাতন কেন্দ্র। রহমান পাকা বাড়ির নিচে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী, আওয়ামী লীগের সমর্থক ও শরণার্থী হিসেবে ভারতে গমনকারী লোকদের ধরে এনেনির্মম নির্যাতন করা হতো। অসংখ্য মানুষকে এই নির্যাতন কেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন ও অত্যাচার করা হয়েছে।
***
Rahman Mollah wasa Razakar of Monirampur Upazilla, nearNoapara Bazar. Like many other Razakar commanders and memberof Peace Committee, Rahman Molla also used his house as a torture center. Rahman oftentortured various freedom fighters, helper andsupporters of freedom fighters, supporters of the Awami League and refugees.Numerous people had been torturedduring the liberation war in this torture center.