১৯৭১ সালের ১৭ মতান্তরে ২৭ এপ্রিল আজগড়া গ্রামে এক নৃশংস গণহত্যা সংঘটিত হয়। সেদিনের সেই ভয়াবহ গণহত্যায় আজগড়া গ্রামের এবং বহিরাগত যারা নিরাপদ আশ্রয়ের জন্য এই গ্রামে থাকতো সব মিলিয়ে ৪০ জনের অধিক সংখ্যক নিরীহ লোককে সেদিনে স্থানীয় রাজাকার এবং শান্তি বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে। পুরো গ্রাম জুড়ে এই গণহত্যা চলে বলে যেখানে যাকে হত্যা করেছিল, সেখানেই তাকে গ্রামবাসীর সহায়তায় পুতে রাখা হয়। সেই হিসেবে সমস্থ গ্রাম জুড়ে ছড়িয়ে আছে তাদের কবর। তবে রোস্তম আজগড়ার শান্তি সিকদার, সুধির সিকদার, শিশির সহ আরোও কয়েক জনের লাশ পাকিস্তানিদের হাত থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া রাজকুমার সিকদারের বাড়ির পশিমপাশে বাঁশ বাগানের কাছে একটি গণকবর দেয়া আছে।
***
A brutal massacre took place in Ajgara village on 27th April (or 17th April), 1971. More than 40 people were killed by Pakistani military force on this massacre. Razakars helped actively in this genocide. As the genocide took place throughout the whole village, the dead bodies were buried here and there. As a result, there are a lot of graves throughout the village. However there is a mass grave in the west side of the Sikidar’s house.