নওয়াপাড়া রেলস্টেশন গণহত্যার শিকার ৯টি মৃতদেহ রেলস্টেশনের উত্তরপাশে একটি বড় গর্ত খুঁড়ে সমাহিত করা হয়। পরবর্তীকালে গণকবরটি ইট দিয়ে বাঁধানো হয়। এই গণকবরটি ২০০৯ সালে রেলস্টেশনের দক্ষিণ পাশে স্থানান্তর করা হয়। নতুন কবরটি পাকা করে বাঁধানো হয়েছে। এই গণকবরে যাঁরা সমাহিত আছেন তারা হলেন- রুস্তম আলী সরদার, চেকার নওয়াব আলী, এস এম হক, সালেহ আহম্মদ, ইমান আলী, আব্দুল ওয়াদুদ, নবু শেখ, শামছুর রহমান শামছু ও আতর আলী।
***
9 victims of Noapara Railway Station's genocide were buried in a large grave near the Railway Station. Later, the mass grave was built of brick. The mass grave was relocated to the south side of the railway station in 2009.