খুলনা রেলওয়ে হাসপাতাল কোয়ার্টারের পেছনের দিকে বর্তমানে যেখানে সোনালী ব্যাংক ভবন এবং বাজার পোস্ট অফিস অবস্থিত, ৭১ এ এই সমস্থ জায়গা ডোবা ছিলো।মুক্তিযুদ্ধ চলাকালীন এখানে বিভিন্ন সময়ে গণহত্যা সংঘটিত হয়েছে, কয়েকশত বাঙালিকে এখানে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়। এর পাশে ফেরিঘাট মসজিদ সংলগ্ন এলাকায় তখন বিহারিরা বাঙালিদের জবাই করে ফেলে রাখতো। জায়গাটি এখন দেখে বোঝার কোন উপায় নেই যে এখানে ১৯৭১ সালে নিরীহ বাঙালিদের মেরে ফেখা হতো। নিরীহ বাঙালির রক্ত এবং কংকালের উপর দাঁড়িয়ে আছে সুরম্য অট্টালিকা। জায়গাটি একেবারেই অনালোচিত এবং অচিহ্নিত।
***
There was a pool (dhoba)behind Khulna Railway Hospital Quarter back in 1971. During the War of Liberation, genocide was perpetrated several times by Pakistani Army and Biharis here. Biharis used to slaughter Bengali people in the Masque area near to the Feryghat.