কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের রামপুর গ্রামের অবস্থান। ১৯৭১ সালে ২রা মে গোপালগঞ্জ থেকে মধুমতি নদী দিয়ে খান সেনারা জয়নগর ঘাটে পৌছায়। তারপর খান সেনারা গুলি করতে করতে বিভিন্ন গ্রামে প্রবেশ করে, খান সেনা ও রাজাকার বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রামে অত্যাচার ও নির্বিচারে গুলি চালায়। রামপুর গ্রামে খান সেনাদের গুলিতে শহিদ হয় জোট খাঁ ও তাহার স্ত্রী, আব্দুল গণি মোল্ল্যা এবং মৃত ছবোর খানের পুত্র ইমদাদ খান।
***
Rampur village is located in Joynagar union of Kalia Upazila. On 2nd May, the Pakistani army reached at Joynagar Ghat from Gopalganj through the Madhumati river. The Pakistani army and the Razakar forces were divided into small groups and fired indiscriminately, and tortured in different villages. Jot Khan and his wife, Abdul Gani Mollah and Imdad Khan became martyred on that day.