১৯৭১ সালে রুদোঘরা ইউনিয়নের জোবান সরদারের বাড়িতে শান্তি কমিটির সদস্যরা থাকতো। রাজাকাররা পালাক্রমে এ বাড়িটি পাহারা দিতো। এখানে তারা অনেক মুক্তিকামী মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করে। পরে তাদের অবস্থান ও তৎপরতা টের পেয়ে নকশাল বাহিনীর একটি দল তাদের আক্রমণ করে হত্যা করে। এ আক্রমণ থেকে বাবুল সরদার বেঁচে গেলেও তার একটি হাত কাটা পড়ে একারণে এলাকায় তাকে সবাই হাত কাটা বাবুল বলে চিনতো ।
***
The members of peace committee used to live on the house of Joban Sardar at Rudaghara Union in 1971. The Razakars used to guard this house and they had tortured and killed many Bengalis in this camp. Later, a troop of Naxal group attacked and killed the Razakars.