নতুন রূপপুর ও চর রূপপুর পাশাপাশি দুটি গ্রাম। এ গ্রাম দুটিতে পাকিস্তানি হানাদার নির্মমতার প্রকাশ ঘটে ১৯৭১ সালের ২৫ এপ্রিল রবিবার। এদিনের হামলা ছিলো পরিকল্পিত একটি হামলা। পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের আগমনে রূপপুর গ্রামবাসী দিগবিদিক পালাতে থাকে। এসময় পাকিস্তানিরা যাকে যেখানে পায় ধরে তখনি গুলি করে মারতে থাকে। রুপপুর গ্রামে এ হত্যাকান্ডে প্রায় ১৩ জন নারী-পুরুষ শহিদ হন। মাত্র দুই জনের নাম জানা সম্ভব হয়। এরা হলেন আসগর(৪০) ও আশীতপর(৭০)।