যশোর খুলনা মহাসড়কে রূপদিয়া বাজারের উত্তরদিকে ভৈরব নদের তীরে নীলকুঠিতে একাত্তরে স্থানীয় রাজাকাররা ক্যাম্প স্থাপন করে। পুরাতন পরিত্যক্ত নীলকুঠি দখল করে রাজাকাররা ঐ এলাকার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধকে ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে। এরপর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বিভিন্ন সময় হানা দিয়ে তাদের আত্মীয়স্বজনকে ধরে এনে নানারকম নির্যাতন করতো। যশোর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় স্থানীয় বাঙালিদের পাশাপাশি ভারতগামী নিরীহ শরণার্থীদের ধরে এই নীলকুঠি রাজাকার ক্যাম্পে রেখে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ ভৈরব নদে ফেলে দিতো। এই রাজাকার ক্যাম্পে নির্যাতিত একাধিক মানুষ এখনও বেঁচে আছেন, তারা বলেছেন, সন্ধ্যার পরে নারী-পুরুষ উভয়ের নানারকম অত্যাচার করে দড়ি দিয়ে বেঁধে নদীর তীরে নিয়ে গিয়ে হত্যা করা হতো।
***
The local Razakars setup a camp in Jessore main road, to the north of Rupdia Bazar, at the bank of Bhairab River in 1971. They had taken the old- abandoned Nilkuthi, and tortured inhumanely some of the local freedom fighters there. Also, the Razakars used to invade the house of the freedom fighters and abducted and tortured their relatives. They had looted and killed the local Bengalis as well as the refugees, who were moving towards Kolkata. Some of the tortured victims are still alive; they have said that both men and women used to be the victim of enormous cruelty.