১৬ মে পাকসেনা ও রাজকারদের একটি দল কালিগঞ্জ থানার রতনপুর বাজারে পৌঁছায়। উক্ত বাজারের পশ্চিম পার্শ্বে গনেশপুর গ্রামে ঢুকে ঘাতকরা অজিত বাছাড়, প্রভাত বাছাড়, গোপাল সরকার, গুরুপদ বাছাড়, অনাথ সরকার, ধনপর মন্ডল এবং মিনাজকাটি গ্রামের খলিলুর রহমান (খলিল) কে আটক করে নিয়ে আসে। এরপর তাদেরকে রতনপুর বাজারে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।
***
On 16th May, a group of Pakistani armies and Razakars reached Ratanpur Bazar of Kaliganj Thana. They entered on Ganeshpur village and abducted Ajit Bachhar, Prabhat Bachhar, Gopal Sarkar, Gurupad Bachhar, and Khalilur Rahman (Khalil) of Minajakati village. Then they were brutally killed at Ratanpur Bazar.