রঞ্জিতপুর বধ্যভূমি
মে মাসের ২৮/২৯ তারিখের দিকে বাগেরহাটের রনজিতপুর গ্রামে একটি নির্মম গণহত্যার ঘটনা ঘটে। অন্তত ৫০ জন হিন্দু সম্প্রদায়ের নির্বিবাদী হতদরিদ্র মানুষকে সেদিন হত্যা করেছিল রাজাকারেরা। ধর্ষণ, নির্যাতন এবং লুটপাট ছিল রনজিতপুর গণহত্যায় বর্বরতার আরেকটি দিক। এই গণহত্যাটি ঘটেছিল গ্রামের মধ্যে প্রবেশ করে। ধর্ষণের পর অনেক নারীর চুল কেটে নেয়া হয়েছিল, অনেককে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়া হয়। বর্বরতার সব সীমা ছাড়িয়েছিল গণহত্যাটি।
A horrific genocide took place in the village of Ranjitpur in Bagerhat on 28/29 May. At least 50 innocent people of the Hindu community were killed by the Razakars that day. Rapeing, torturing and looting were another aspect of the brutality in the Ranjitpur genocide. Many women had their hair cut after the rape, and many were left naked on the streets. The Razakars crossed all the boundaries of barbarism on that day.