রাজেশ্বর বধ্যভূমি
বগী, গাবতলা বধ্যভুমি, রাজেশ্বর, লাকুড়তলা বধ্যভূমি, দক্ষিন রাজাপুর/ উত্তর রাজাপুর বধ্যভূমি, বাধাল গ্রামের পোল ঘাটা বধ্যভূমি, মঠেরপাড় গ্রামের বধ্যভূমি, রায়েন্দা বাজার বলেশ্বর নদীর পরানো স্টীমার ঘাট বধ্যভূমি।
’৭১ এর পুরো সময়জুড়ে পাকিস্তানী বাহিনী হানাদার ও তাদের দোসর রাজাকার, আল-বদর বাহিনী মানবতার শত্রুরা শরণখোলা উপজেলায় বিভিন্ন গ্রামে ডুকে হত্যাকাণ্ড সংগঠিত করে। গ্রামে ঢুকে নিরীহ লোকজন ধরে হাত পা বেঁধে এক জায়গায় জড়ো করে গুলি অথবা জবাই করে হত্যা করে।
Bogi, Gabtala mass killing site, Rajeshwar, Lakurtala mass killing site, South Rajapur/North Rajapur mass killing site, Pol Ghata mass killing site at Badhal Village, mass killing site at Matherpar Village and Steamer Ghat mass killing site at Rayenda Bazar Baleshwar River were severely attacked by the Pakistania army. Throughout 1971, the Pakistani forces, the invaders and their accomplices, the Razakars, the Al-Badr forces, the enemies of humanity, perpetrated killings in various villages in Sharankhola Upazila. They use to grab the innocent people, tie their hands and feet, gather them in one place and slaughter.