রাজগঞ্জ হাইস্কুলে পাকিস্তানি সেনা ও রাজাকার কর্তৃক অনেকগুলো গণহত্যা সংঘটিত হয়, এবং সাধারণ মানুষদের উপর অত্যাচার চালানো হয়। হানুয়ার গ্রামের প্রবোধ কুমার সাধু রাজগঞ্জ বাজারে প্রথম বাংলাদেশের পতাকা উড়ানোর অপরাধে রাজাকাররা তাকে হত্যা করে। লুৎফর রহমান ও অনিল রাজবংশী নেংগুড়া বাজারের পাশে রাজাকার ক্যাম্প রেকি করতে গিয়ে ধরা পড়ে রাজাকারদের হাতে শহিদ হন। এছাড়া ধনু বিশ্বাস, পলাশ সহ আরো অনেককে বিভিন্ন সময়ে রাজগঞ্জ বাজারে হত্যা করা হয়েছে। আগস্ট মাসের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোমলপুর গ্রামের মিস্ত্রিপাড়া থেকে অনেক নিরীহ মানুষকে ধরে এনে রাজগঞ্জ বাজারের পাশে এনে হত্যা করে।
***
Pakistani Army and Razakars had perpetrated various genocides and tortured local peoples in various times of Liberation War at Rajaganj Highschool. Razakars killedPrabod Kumar Sadhu for flying the Bangladeshi flag first at Rajganj Bazaar in Hanuar village. Lutfar Rahman, Anil RajbangshiDhanu Biswas, Palash and many others were exterminated in different periods of 1971. In late August, Pakistani army abducted many innocent people from Mistripara in Kompalpur village and killed them near Rajganj Bazar.