মুক্তিযুদ্ধ চলাকালে যশোর সরকারি সিটি কলেজের মাঠের দক্ষিণ -পশ্চিম কোণে অসংখ্য বাঙালিদের হত্যা করা হয়। বর্তমানে যেখানে মনিহার সিনেমাহল অবস্থিত তার পাশে এই বধ্যভূমিটির অবস্থান। পাকিস্তানি বাহিনী রাজাকার ও বিহারিদের সহযোগিতায় এখানে কমপক্ষে ৫ দিনে শতাধিক মানুষকে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছিল।
***
During the Liberation War, several people had been killed on the south-west corner Jessore City College field. This mass killing site is located beside the Monihar Cinema Hall (at present). Pakistani Army, in collaboration with Razakars and Biharis had nearly killed and grounded hundreds of people within 5 days in this place.