মোড়েলগঞ্জ সিও অফিস রাজাকার ক্যাম্প
মুক্তিযুদ্ধকালীন কালা রায়ের বিল্ডিং, সুকুমার রায়ের বিল্ডিং, জিতেন হালদারের বিল্ডিং -এই তিনটি ভবনে রাজাকার ক্যাম্প এবং নির্যাতন কেন্দ্র ছিল। যুদ্ধকালীন রাজাকারের প্রতিষ্ঠাতা মাওলানা ইউসুফ আলীর ঘনিষ্ট সহচর খাউলিয়া গ্রামের মাওলানা মোসলেম উদ্দিন ও বারইখালী গ্রামের আরব আলী এই ক্যাম্প তিনটি সহ বড়াইখালি ইউনিয়ন পরিষদ রাজাকার ক্যাম্পটিরও নেতৃত্বে ছিলেন। এই সকল রাজাকার ক্যাম্পে নারীদের ধরে এনে নির্যাতন এবং ধর্ষণ করা হতো। পুরুষদের ধরে এনে নির্যাতন করে হত্যা করা হতো।
During the Liberation War, Kala Roy's building, Sukumar Roy's building, Jiten Haldar's building - these three buildings were the Razakar camps and torture centers. Maulana Moslem Uddin of Khaulia village and Arab Ali of Barikhali village, a close associate of Maulana Yusuf Ali, the founder of the Razakar, also led the Baraikhali Union Parishad Razakar camp. In all these razakar camps, women were caught, tortured and raped. Men were captured, tortured and killed.