মোড়েলগঞ্জ বাজার গণহত্যা
১৮ মে রাজাকার বাহিনী বাগেরহাট ফিরে যাবার পর মোরেলগঞ্জ বেশ কিছুদিন রাজাকারমুক্ত ছিল। কিন্তু ২ জুন তারা আরো শক্তি সঞ্চয় করে পুনরায় মোড়েলগঞ্জ আসে। রাজাকার বাহিনী এদিন মোড়েলগঞ্জ নেমেই কয়েকজন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করে এবং তাদের দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। একই সময়ে তারা মোড়েলগঞ্জ বাজারে অবস্থিত স ম কবীর আহমদ মধুর বাসভবন পুড়িয়ে দেয়। সেরেস্তাদার বাড়ির ভিতরে কয়েকটি ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে। এর ফলে ঘরের মধ্যেই পুড়ে মারা যান শরৎচন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী। ভূঁইমালী বাড়ির রাধেশ্যাম ভূঁইমালীকে টারমিনালে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়।
Morelganj was free of Razakars for some time after the Razakars returned to Bagerhat on 18 May. But they came back to Morelgan with more power on June 2. The Razakar forces killed some Hindu traders in Morelganj and set their shops on fire. At the same time, they set fire to the residence of S M Kabir Ahmed Madhu in Morelganj Bazar. They also locked several houses inside and set them on fire in Serestadar. As a result, a businessman named Sarat Chandra Saha was burnt to death inside the house. Radheshyam Bhuimali of Bhuimali house was shot dead while standing in the terminal.