মহেশপুর হাসপাতালক্যাম্প:ঝিনাইদহ
পাকিস্তানি হানাদার বাহিনী মহেশপুর হাসপাতালটিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে। তারা বিভিন্ন এলাকা থেকে ট্রাকভর্তি করে লোক ধরে এনে হাসপাতালের কক্ষে আটকে রাখতো। তারপর চলতো নির্মম নির্যাতন। তারা জবাই করে, বেয়োনেট দিয়ে কুপিয়ে আবার গুলি করেও হত্যা করত।