মহেশপুর থানা:ঝিনাইদহ
পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল মহেশ পুর থানা। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দালালদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষ ধরে এনে পাশবিক নির্যাতন করে তাদের হত্যা করে। পাকিস্তানি বাহিনী ভারতগামী শরণার্থীদেরও দালালদের সহযোগিতায় ধরে আনে। থানার মধ্যে একটি কুয়া ছিল। পাকিস্তানি ঘাতকরা জীবন্ত মানুষদের হাত-পা বেঁধে এই কুয়ায় ফেলে হত্যা করে।