নওয়াপাড়া রেলস্টেশন বাজারের কাছেই মাহবুব হাজীর বাড়ি। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান একাত্তরে মাহবুব হাজীর বাড়ি ছিল অন্যতম রাজাকার ক্যাম্প। মাহবুব হাজী নিজে ছিলেন রাজাকার। তার বাড়িতে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বহু মানুষকে ধরে এনে নির্যাতন করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে যাদের সন্দেহ হতো তাদেরকেই ধরে এনে এই নির্যাতনকেন্দ্রে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালানো হতো।
গনিআজা/ইউনিকোড