৬ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী দুইটি যুদ্ধ বিমান দিয়ে মুলাডুলি রেলগেটে বোমা নিক্ষেপ করে। এতে অনেকে হতাহত হন। তাতে ৮ জন তাৎক্ষনিকভাবে শহিদ হন এবং ৩জন মারাত্মকভাবে আহত হন।
<p class="MsoNormal"><span style="font-family: 'Vrinda','serif'; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin; mso-bidi-font-family: Vrinda; mso-bidi-language: BN;" lang="BN">৬ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী দুইটি যুদ্ধ বিমান দিয়ে মুলাডুলি রেলগেটে বোমা নিক্ষেপ করে। এতে অনেকে হতাহত হন। তাতে ৮ জন তাৎক্ষনিকভাবে শহিদ হন এবং ৩জন মারাত্মকভাবে আহত হন।</span></p>
<h1 class="MsoNormal"><span style="font-family: 'Vrinda','serif'; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin; mso-bidi-font-family: Vrinda; mso-bidi-language: BN;" lang="BN">আটঘরিয়া উপজেলার মাজপাড়া বংশীপাড়া ঘাট (শহীদ কালামনগর)। পাকবাহিনী ৬ নভেম্বর মুক্তিযোদ্ধা</span>, <span style="font-family: 'Vrinda','serif'; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin; mso-bidi-font-family: Vrinda; mso-bidi-language: BN;" lang="BN">গ্রামাবাসীর সঙ্গে হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ১২ জন বীর মুক্তিযোদ্ধাসহ ৪০ জন সাধারণ গ্রামবাসী শহীদ হন। </span></h1>
<h1> </h1>
<h1>একাত্তরের ১৬ এপ্রিল বেলা অনুমান ১১ টা থেকে সাড়ে ১১ টার সময় মতিউর রহমান নিজামীর সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদী থানার আড়পাড়া গ্রামে একযোগে আক্রমণ করে গ্রামের নিরীহ নিরস্ত্র হাফেজ ওমর আলীসহ ১৯ জনকে গুলি করে হত্যা করে এবং তাদের বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেয়।</h1>
<h1> </h1>
<h1> </h1>
<h1>২২ এপ্রিল ১৯৭১ সালে ভোর বেলা পাকিস্তানি বাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে। </h1>
<p><span style="font-size: 11.0pt; line-height: 115%; font-family: 'Nirmala UI','sans-serif'; mso-fareast-font-family: Calibri; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">মাছদিয়া-মাজপাড়া গণকবর</span><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: SutonnyMJ; mso-fareast-font-family: Calibri; mso-bidi-font-family: 'Times New Roman'; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">, </span><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: 'Vrinda','sans-serif'; mso-ascii-font-family: SutonnyMJ; mso-fareast-font-family: Calibri; mso-hansi-font-family: SutonnyMJ; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: BN;" lang="BN">পাবনা</span></p>
<h1><span style="font-size: 12.0pt; font-family: 'Nirmala UI','sans-serif'; mso-font-kerning: 0pt; mso-bidi-language: BN; font-weight: normal;">২২ এপ্রিল ১৯৭১ সালে ভোর বেলা পাকিস্তানি বাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে। </span></h1>
<p><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: 'Vrinda','sans-serif'; mso-ascii-font-family: SutonnyMJ; mso-fareast-font-family: Calibri; mso-hansi-font-family: SutonnyMJ; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: BN;" lang="BN"><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">At the dawn on 22 April 1971, the Pakistani forces attacked the village. At that time, they set the village on fire. There was heavy ammunition in Masdaiya-Majpara village. Hundreds died and many were injured in this. In addition to killing people, there was brutality and violence against women. On this day, about 500 people were killed in Masdaiya-Machpara with the help of the Biharis. </span></span></p>
<p><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: 'Nirmala UI','sans-serif'; mso-fareast-font-family: Calibri; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: BN;">২২ এপ্রিল ১৯৭১ সালে ভোর বেলা পাকিস্তানি বাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে। </span></p>
<p><span style="font-size: 12.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">At the dawn on 22 April 1971, the Pakistani forces attacked the village. At that time, they set the village on fire. There was heavy ammunition in Masdaiya-Majpara village. Hundreds died and many were injured in this. In addition to killing people, there was brutality and violence against women. On this day, about 500 people were killed in Masdaiya-Machpara with the help of the Biharis.</span></p>
<h1>১৯৭১ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের মিলিত দল পাতিলাখালী গ্রামের আয়েস ফকির, পিতা- জুব্বার ফকির, রিজুসরদার, পিতা-সবরাজ, নারিচা গ্রামের কুলসুম বেওয়া সহ উক্ত এলাকার আরও অনেক লোককে গুলি করে হত্যা করে এবং তাদের বাড়িঘর লুটকরে আগুন ধরিয়ে দেয়। </h1>
<h1> </h1>
<h1>এদিনের গণহত্যায় পরোক্ষভাবে সহোযগীতা করেছিলেন কুখ্যাত ঘাতক মতিউর রহমান নিজামী।</h1>
<h1>১৯৭১ সালের ১৬ এপ্রিলের ঘটনা। পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার প্রধান মতিউর রহমান নিজামীর সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভূতেরগাড়ি গ্রামে আক্রমণ করে। প্রায় ১০জন নিরিহ বাঙালিকে গুলি করে হত্যা করে।</h1>
<p class="MsoNormal" style="mso-margin-top-alt: auto; mso-margin-bottom-alt: auto; text-align: justify; line-height: 150%;"><span style="font-family: 'Nirmala UI','sans-serif'; mso-bidi-language: BN;" lang="BN">নুরমহল্লা খেলার মাঠ গণকবর</span></p>
<p class="MsoNormal" style="mso-margin-top-alt: auto; mso-margin-bottom-alt: auto; text-align: justify; line-height: 150%;"><span style="font-size: 11.0pt; line-height: 115%; font-family: 'Nirmala UI','sans-serif'; mso-fareast-font-family: Calibri; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: BN;" lang="BN">নুরমহল্লার খেলার মাঠের উত্তর কনে রয়েছে একটি গণকবর। এই গণকবরে ১০-১২ জন শহিদ ঘুমিয়ে আছেন। কোন কবর বাধানো এমনকি নামফলক বা স্মৃতিচিহ্ন নেয় যা দেখে মানুষ বুঝতে পারবে এখানে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাঙালিরা ঘুমিয়ে আছে।</span></p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;">Nurmahalla Playground Mass Grave</p>
<p class="MsoNormal" style="mso-margin-top-alt: auto; mso-margin-bottom-alt: auto; text-align: justify; line-height: 150%;"> </p>
<p class="MsoNoSpacing" style="text-align: justify;">There is a mass grave to the north of the playground of Nurmahalla. There are 10-12 martyrs on this mass grave. But there are no nameplates or even memorials are erected which will make people realize that the Bengalis who sacrificed their lives in the Liberation War asleep here.</p>
<p> </p>