৪নং নারিকেল বাড়িয়া ইউনিয়েনের মালঞ্চী গ্রামে একাত্তরে গণহত্যা সংঘটিত হয়। বাঘাড়পাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান আলীর বাড়ির পেছনে বাগানের মধ্যে এই গণহত্যা হয়। স্থানীয় রাজাকাররা মালঞ্চী গ্রাম ও আশে পাশের গ্রাম থেকে বেশ কয়েকজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ধরে এনে এই বাগানের মধ্যে গুলি করে হত্যা করে। কমপক্ষে ১০০ জন মানুষকে এই বাগানের মধ্যে হত্যা করা হয়। তাদের হত্যা করে লাশ ঐ বাগানের মধ্যে কোন রকমে মাটিচাপা দিয়ে রাখে। মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, বহু মানুষের লাশ এখানে কোনরকমে মাটিচাপা দিয়ে রাখা হয়। সামান্য গর্ত খুঁড়লে মানুষের মাথা ও হাড়গোড় উঠে আসে।
***
The genocide perpetrated in the Malanchi village of 4 no Narikel Baria. It took place in the garden behind the house of Hasan Ali, a former commander of the freedom fighters' forum of Baghadpara Upazila. The local Razakars abducted several freedom fighters from Malachi and other villages and shot them in the garden. At least 100 people were killed and buried in the garden.