২৮ এপ্রিল কলারোয়া থানায় প্রথম পাকসেনাদের হত্যার শিকার হন মাহমুদপুর গ্রামের আফছারউদ্দীন। অকারণে তাঁকে গোবিন্দকাটি মাঠের ভিতর নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর একই দিনে থানার মুরারীকাটি গ্রামের পাল পাড়ায় খানসেনা ও রাজাকাররা এক নির্মম গণহত্যা চালায়। এ হত্যাকাণ্ডে নিরপরাধ কুম্ভকার বৈদ্যনাথ পাল, রঞ্জন পাল, বিমল চন্দ্র পাল, নিতাই চন্দ্র পাল, গোপাল চন্দ্র পাল, সতীশ পাল, রামচন্দ্র পাল, অনিল চন্দ্র পাল, রামপদ পাল নিহত হন এবং ত্রৈলক্য পালসহ আরও বহুলোক মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
***
Afsaruddin of Mahmudpur village was the first person to be killed by the Pakistani Army on 28th April at Kalaroa Thana. He was shot in the field of Gobindakati. Then, on the same day, the Pakistani Army and Razakars perpetrated genocide at Pal Para. In the killing, Kumvakar Vaidyanath Pal, Ranjan Pal, Bimal Chandra Pal, Nitai Chandra Pal, Gopal Chandra Pal, Satish Pal, Ram Chandra Pal, Anil Chandra Pal, Rampod Pal were killed and many others were seriously injured.