চাটমোহর উপজেলার উত্তর পূর্ব দিকের একটা প্রসিদ্ধ বাজার হলো মির্জাপুর। এ বাজারের দুই দিকে অর্থাৎ দক্ষিণ ও পশ্চিম দিকে নদী। দুই নদীর কোণে এ বাজারটি অবস্থিত। ১৯৭১ সালের ৩ জুন পাকিস্তান হানাদার বাহিনী মির্জাপুর বাজারে আসে। তাদের আসার খবর শুনে স্থানীয় জনগণ যে যেদিকে পারে পালিয়ে যায়। এসময় পাকিস্তান হানাদার বাহিনী পালানোর সময় তিনজকে ধরে ফেলে এবং বাজারের পাশে নদীর তীরে গুলি করে হত্যা করে। এদিন একই সময় পাকিস্তান হানাদার বাহিনী মির্জাপুর গ্রামের তিন জন যুবতী মেয়েকে ধরে বাজারের একটা ঘরে নিয়ে উপর্যপুরি ধর্ষণ করে। এ তিন জনের মধ্যে একজনের নাম জানা যায়। তিনি হলেন জামেলা খাতুন।