রাজাকাররা মনিরামপুর পুরনোবাসস্ট্যান্ডের কাছে যশোর-কেশবপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিতগিরিন বাবুর বাড়ি দখল করে সেখানে ক্যাম্প স্থাপন করে। মাঝে মাঝে দিনের বেলা পাকিস্তানি সেনারা এখানে থাকতো। মনিরামপুর সদরে এবং বাসস্ট্যান্ডের কাছেই এ ক্যাম্পটি ছিল অত্যাচার-নির্যাতনের অন্যতম প্রধান কেন্দ্র। বহু মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে এখানে দিনের পর দিন চরম নির্যাতন করেছে রাজাকার ও পাকিস্তানি সেনারা। বহু নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
***
A Razakar camp of Razakars had been setup at Girin Babu's house situated on the west of the Jessore-Keshbpur highway near the old bus stand of Manirampur. Pakistani army used to stay here regularly. The camp was one of the main centers of torture and violence. Many freedom fighters and general people had been tortured here days after days. Many women were raped and killed.