যশোর, খুলনা ও বেনাপোল মহাসড়কের মিলিত স্থান মুড়লির মোড়। খুলনা থেকে যশোর শহরে প্রবেশের মুখে মুড়লির মোড় থেকে ডানদিকে যশোর শহর। মুক্তিযুদ্ধ শুরুর পরপরই এপ্রিলের গোড়ার দিকে যশোর ক্যান্টনমেন্ট থেকে বেশ কিছু সংখ্যক পাকিস্তানি সৈন্য মুড়লির মোড়ে এসে ঘাঁটি স্থাপন করে। পাকিস্তানি সেনারা এবং তাদের দোসর বিহারিরা নিরীহ বাঙালিদের এখানে ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করতো। কিন্তু ৫ এপ্রিল মনিরামপুর এলাকা থেকে স্বাধীনতাকামী অসংখ্য মানুষ ট্রাকযোগে যশোর শহরে প্রবেশের সময় পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর নির্মম গুলি চালায়। অল্প সময়ের মধ্যে শতাধিক মানুষকে তারা সেদিন হত্যা করে।
***
Muroli crossing is situated at Jessore, Khulna and Benapole highways. In early April, a large number of Pakistani armies came from Jessore Cantonment and set up camp at Muroli crossing. The Pakistani army and the collaborators used to bring local people here as captive, and then tortured and killed them. On April 5, the Pakistani Army fired upon the unarmed people of Monirampur while they were going to Jessore by a truck. Within a short time, they had killed hundreds of people on that day.